শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য শ্রমশ্রী মোবাইল অ্যাপলিকেশন চালু হলো। জেনে নিন কিভাবে শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি বিস্তারিত তথ্য। এছাড়াও কিভাবে মোবাইল app ডাউনলোড করবেন সব কিছু নিচ্ছে দেওয়া হল –
শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবেঃ-
১) আধার কার্ড,
২) ভোটার কার্ড,
৩) রেশন কার্ড,
৪) পাসপোর্ট সাইজের ফটো,
৫) ব্যাঙ্কের পাশবই ইত্যাদি।
শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি / Shramashree Prakalpa Online Apply Process
১) প্রথমে কর্মসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবার app এর লিংকে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন।
২) এছাড়া KARMASATHI (Parijayee Shramik) এর পোর্টালে থাকা Click Here to Download (SHRAMASHREE) এই লিংকে ক্লিক করে Mobile App ডাউনলোড করতে পারবেন।
৩) এরপর মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করুন।
৪) রেজিষ্ট্রেশন হয়ে গেলে, লগইন করে আবেদন ফর্মটি সঠিকভাবে ফিলাপ করুন।
৫) আবেদন সম্পন্ন হয়ে গেলে অনলাইনে Status দেখতে পারবেন।
৬) নিচের লিংক থেকে সকলেই শ্রমশ্রী প্রকল্পের মোবাইল এপ্লিকেশন টি ডাউনলোড করে নিন।
Shramashree Prakalpa App Download Link / Shramashree Prakalpa Online Apply Link:- Download
মুখ্যমন্ত্রীর নির্দেশে অফলাইনে শ্রমশ্রী প্রকল্পে আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার থেকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে শ্রম দফতরের প্রতিনিধিরা যেমন আবেদনপত্র নেওয়ার কাজ করছেন, তেমনই পৃথক ভাবেও শ্রম দফতরের নিচুতলার আধিকারিকেরা সেই কাজ শুরু করছেন। চলতি সপ্তাহে পোর্টাল চালু হয়ে গেলে পুরোদমে রাজ্য জুড়েই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার কাজ গতি পাবে বলে মনে করা হচ্ছে।
এ ক্ষেত্রে একটি বিশেষ নজরদারির কথা বলা হচ্ছে শ্রম দফতর সূত্রে। কারণ, সব আবেদনপত্রের সঙ্গে একটি নথি দিতে বলা হয়েছে। ভিন্রাজ্যে যেখানে তাঁরা কাজ করছেন, সেখানে কাজ করার প্রমাণ আবেদনপত্রের সঙ্গে দিতে বলা হয়েছে। যদিও আবেদনপত্রের সঙ্গে এই নথিটি দেওয়া বাধ্যতামূলক বিষয় নয় বলেই জানিয়েছে শ্রম দফতর। আর এই সুযোগ নিয়েই অনেক ফিরে আসা ব্যক্তি পরিযায়ী শ্রমিক না হয়েও শ্রমশ্রীর ভাতা পেতে আবেদন করতে পারেন। তেমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে জেলা থেকে ব্লক স্তরের আধিকারিকদের কড়া নজরদারি করতে বলা হয়েছে।